বরগুনার বেতাগীতে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্বে! ধীর গতিতে পড়া দেওয়ার অপরাধে পঞ্চম শ্রেণির এই ছাত্রীকে পিটিয়ে জখম করা হয়েছে। এঘটনায় আহত শিক্ষার্থী ইমাকে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষার্থীর মা শিরিন বেগম রবিবার লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষক হচ্ছেন বেতাগী উপজেলার বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুর রহমান সুজন।
এদিকে শিক্ষার্থীকে নির্যাতনকারী প্রধান শিক্ষকের বিচারের দাবিতে আজ (৫ ফেব্রুয়ারি) সোমবার মানববন্ধন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. মুকিত মোল্লা জানান, শিক্ষার্থীকে নির্যাতনের বিষয়টি তাকে কেউ জানায়নি। এধরনের শিশু নির্যাতনের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, ডিপি সাহেব তাকে বিষয়টি জানিয়েছেন।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমশিনার (ভূমি) বিপূল সিকদার বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল