৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২১

স্কুলছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্কুলছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষককে গণপিটুনি

রাজশাহীর বাঘায় এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই গণপিটুনির ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

স্থানীয়রা জানান, রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল (৫০) ক্লাস চলাকালীন নবম শ্রেণীর এক শিক্ষার্থীর (১৪) ওড়না ধরে টান দেন। ওই শিক্ষার্থী রেগে গেলে সহকারী প্রধান শিক্ষক তার প্রতি অশ্লীল ইঙ্গিত করেন। এতে ক্লাসের অন্য শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। ঘটনা ধামাচাপা দিতে স্কুল ছুটি ঘোষণা করা হয়। এতেই ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামালকে গণপিটুনি দেয়। গণপিটুনির শিকার শিক্ষক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজিজুল আজম জানান, ঘটনাটির তদন্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর