৯ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৪৩

মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বড় সমস্যা সৃষ্টি করেছে: জিএম কাদের

সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‌‘মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বিরাট সমস্যা সৃষ্টি করেছে। তাদের দেশের সৈনিকরা আমাদের দেশে পালিয়ে আসছে। গোলা-বারুদ আমাদের দেশের মধ্যে পড়ছে।’

শুক্রবার দুপুরে রংপুরের সেনপাড়ার নিজস্ব বাসভবন স্কাই ভিউতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

মিয়ানমারের অস্থিরতা প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় মিয়ানমারের সৈনিকেরা পালিয়ে আশ্রয় নিচ্ছে। মিয়ানমার থেকে ছোড়া গোলাবারুদ দেশের মাটিতে পড়ছে। সামনে কোন পর্যায়ে যাবে আমি নিশ্চিত নই, তবে এখানে উদ্বেগ প্রকাশ ও উৎকণ্ঠিত হওয়ার কারণ রয়েছে।’

জিএম কাদের বলেন, ‘দেশের পরিস্থিতি ভাল নেই। অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বাড়ছে। সরকার অনেক পদক্ষেপ গ্রহণের কথা বললেও আমরা কোন সুফল পাচ্ছি না। দেশে বেকারত্ব বাড়ছে, মানুষ যা বেতন পাচ্ছে তা খরচের তুলনায় অনেক কম। মানুষের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হচ্ছে।’
  
নতুন সংসদ সর্ম্পকে তিনি বলেন, ‘নতুন সংসদ গতানুগতিকভাবেই চলছে। বিরোধী দলের সদস্য কম, তাই সরকারের পক্ষেই বেশি কথা হচ্ছে। সংসদ সুন্দর ও কার্যকর তখনই হয়, যখন সংসদে উভয়পক্ষের কথায় উত্তপ্ত থাকে। সেই প্রাণবন্ত সংসদ এখন পর্যন্ত হয়নি।’
  
জিএম কাদের বলেন, ‘বিরোধী দল থেকে মন্ত্রী হওয়াটি স্বাভাবিক নয়। যদি জাতীয় সরকার হয়, বিরোধী দল না থাকে, তখন সব দল থেকে মন্ত্রী করা হয়। বিরোধী দল হিসেবে থাকতে হলে মন্ত্রিসভায় থাকা উচিত নয়। কারণ তাহলে বিরোধী দলের ভূমিকা রাখা যায় না। আমরা সংসদে বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবো।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি দলীয়ভাবে দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। যেহেতু আইন হয়েছে, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নেবো। ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টির স্থানীয় নেতারা। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর