৯ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:৫৮

লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

পটুয়াখালী জেলার দুমকী উপজেলাধীন ঐতিহ্যবাহী লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের দুদিনব্যাপী ৫৫ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৪’র উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ-পরিচালক  মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান। দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন। দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ। লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান গাজী ও মো. আতিকুল ইসলাম। মো. মতিউর রহমান সবুজ মোল্লা, ম্যানেজিং কমিটির সহসভাপতি আব্দুস সালাম ও নুরুজ্জামান  মোল্লা প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, মনোজ্ঞ উদ্বোধনী ডিসপ্লে শেষে ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মো. আনোয়ার হোসেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর