শিরোনাম
১০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:২১

ঘুমধুম সীমান্তের সবজি ক্ষেতে পড়ল আরেকটি মর্টার শেল

বান্দরবান প্রতিনিধি

ঘুমধুম সীমান্তের সবজি ক্ষেতে পড়ল আরেকটি মর্টার শেল

সবজি ক্ষেতে কাজ করতে গিয়ে মর্টার শেলটি পান গৃহবধূ হালিমা বেগম। সেটি তিনি বাড়ি নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা এটি ‘অবিস্ফোরিত’ মর্টার শেল বললে তিনি সেটা তুমব্রু সড়কে রেখে আসেন। সংগৃহীত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পশ্চিমকূল এলাকার সবজি ক্ষেতে আরও একটি মর্টার শেল পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পশ্চিমকূলের বাসিন্দা গৃহবধূ হালিমা বেগম তার ক্ষেতে এটি দেখতে পান।

এর আগে, শুক্রবার একই এলাকার ধানক্ষেতে একটি এবং গত বৃহস্পতিবার দুপুরে ঘুমধুমের নয়াপাড়া এলাকায় খোলা বিলে আরেকটি মর্টার শেল  পাওয়া গিয়েছিল। এর মধ্যে নয়াপাড়ার মর্টার শেলটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় বাসিন্দা হাফেজ রশিদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে সবজি ক্ষেতে কাজ করতে যান গৃহবধূ হালিমা বেগম। এ সময় তার খেতে মর্টার শেলটি  কুড়িয়ে পান। পরে সেটি তিনি বাড়ি নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা এটি ‘অবিস্ফোরিত’ মর্টার শেল বললে তিনি সেটা তুমব্রু সড়কে রেখে আসেন।

পরে তুমব্রু বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা মর্টার শেলের দুই পাশে সড়কে লাল পতাকা পুঁতে দেন।

এদিকে, টেকনাফের হোয়াইক্যং উলুবুনিয়া সীমান্তে শনিবার ভোরে আবারও গুলি-মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে দিনের বেলায় কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর