১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৫

তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমলো

অনলাইন ডেস্ক

তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমলো

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে। এরই মধ্যে অঞ্চলটিতে তাপমাত্রা আরও কমলো। তেঁতুলিয়ায় এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠাণ্ডা অনুভব হয়েছে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীত অনুভূত হয় বেশি।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ রোগী। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর