রাজবাড়ীর কালুখালীর মদাপুর ইউনিয়নে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় জমির যৌথ সার ব্যবহারকারীদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো মিজানুর রহমান মজনু।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ৮৩ জন চাষী আজকের এই সভায় অংশগ্রহণ করেছেন। জমির যৌথ ব্যবহারের জন্য সরকার বিনামূল্যে কৃষকদের বীজ ও সার সরবরাহের পাশাপাশি অনান্য সুবিধা দিচ্ছেন। চলতি মৌসুমে হাইব্রিড ময়না জাতের ধানের আবাদ করবেন কালুখালী উপজেলার ৮৩ জন কৃষক। এই কার্যক্রম দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।সভা শেষে ২০২৩-২৪ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড বীজ) ৫০ একরের ব্লাক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এএম