১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:২০

পটুয়াখালী পৌরসভা নির্বাচন : একই পরিবারের তিনজনের মনোনয়নপত্র দাখিল

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌরসভা নির্বাচন : একই পরিবারের তিনজনের মনোনয়নপত্র দাখিল

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। মঙ্গলবার শেষদিনে মেয়র পদে ছয়জন, সাধারণ সদস্য কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের পরিবার থেকে তিনজন মনোনয়ন দাখিল করেন।

তারা হলেন-বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ, তার বড় ভাই আবুল কালাম আজাদ ও তার স্ত্রী মার্জিয়া আক্তার।

এ ছাড়া অপর প্রার্থীরা হলেন-সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনায়েত হোসেন ও নাসির উদ্দিন খান।

অপরদিকে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাধারণ কাউন্সিলর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।

এ ছাড়া নির্বাচনি আচরণবিধি না মেনে শোডাউন করে মনোনয়নপত্র দাখিলের অভিযোগে কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দিন আলাল ও মো. চাঁনু খাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর