১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৫৮

পঞ্চগড়ে দুই দিনব্যাপি পিঠা উৎসব শুরু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দুই দিনব্যাপি পিঠা উৎসব শুরু

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ঋতুরাজ বসন্তকে বরণ করতে উত্তরের জেলা পঞ্চগড়ের সর্বোচ্চ বিদ্যাপিঠ মকবুলার রহমান সরকারি কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপি বসন্ত ও পিঠাউৎসব। দীর্ঘ পাঁচ বছর পর আবারো বসন্ত বরণ ও পিঠা উৎসবের এই আয়োজনে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। পাঁচ বছর আগে দীর্ঘদিন থেকে প্রতিবছর এই উৎসব আয়োজন হতো। দীর্ঘদিন পর পিঠা উৎসবে যুক্ত থাকতে পেরে খুশি শিক্ষার্থীসহ স্থানীয়রা।

বর্ণিল নানা রঙে সেজেছে পুরো মাঠ। বেলুন উড়ছে, নানা রকমের বাঙালি পোশাক পড়ে ঘুরছে দর্শনার্থীরা। বাহারী রকমের পিঠা দিয়ে সাজানো হয়েছে পিঠা ঘর। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড়। ক্যাম্পাসের বটতলায় চলছে আলোচনা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর পঞ্চগড়ের সর্বোচ্চ বিদ্যাপিঠ মকবুলার রহমান সরকারি কলেজে এমন আয়োজনে আনন্দ উপভোগ করছে জেলার সর্বস্তরের মানুষ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এই উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভুইয়া মুক্তা। 

এসময় আলোচনায় বক্তব্য রাখেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ্য লুৎফর রহমান প্রধান, মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এছাড়াও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দর্শনার্থীরা বলছেন এমন আয়োজনে পরিবার পরিজন নিয়ে আসতে পেরে তারা খুশি। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর