১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫৩

চৌমুহনীর তুলাতলী খাল পরিষ্কার অভিযান শুরু

নোয়াখালী প্রতিনিধি

চৌমুহনীর তুলাতলী খাল পরিষ্কার অভিযান শুরু

চৌমুহনীর তুলাতলী খাল পরিষ্কার অভিযান শুরু

দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর গুরুত্বপূর্ণ তুলাতলী খালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। চৌমুহনী পৌরসভা ও ‘বিডি ক্লিন বাংলাদেশ’র যৌথ উদ্যোগে প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবক এ অভিযানে অংশ নিয়েছে। পরিচ্ছন্নতা অভিযানে খালটি উদ্ধার হলে পানির প্রবাহ বাড়বে, মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমবে এবং এলাকার জীব-বৈচিত্র্য সংরক্ষণ হবে।

শনিবার সকাল ১০টায় বড় পোল থেকে চৌমুহনী কমফোর্ট হাসপাতাল পর্যন্ত এলাকায় তুলাতলী খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাছান।

দিনব্যাপী অভিযানে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের উভয় পাশে প্রায় এক কিলোমিটার খালের বর্জ্য পরিষ্কার করতে বিডি ক্লিনের ঢাকা, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর প্রায় তিন শতাধিক সদস্য অংশ নিয়েছে। আর এই কাজে সার্বিক সহযোগিতা করেছে চৌমুহনী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর