শিরোনাম
১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৫৩

২৪ কেজি ওজনের দু'টি পোয়া ভোল বিক্রি হল সোয়া লাখ টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

২৪ কেজি ওজনের দু'টি পোয়া ভোল বিক্রি হল সোয়া লাখ টাকায়

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এবার জেলের জালে ধরা পড়েছে দু'টি বিশাল আকারের পোয়া ভোল মাছ। একটির ওজন ১৩ কেজি, অন্যটির ১১ কেজি।

আজ শনিবার দুপুুরে এ মাছ দু'টি মৎস্য বন্দর মহিপুরে নিয়ে আসা হয়। পরে নিলামে ১ লাখ ২৫ হাজার টাকায় মাছ দুটি বিক্রি করা হয়। বুধবার গভীর সাগরে লক্ষ্মী মিয়া নামের এক জেলের ইলিশের জালে বিশাল আকারের এ পোয়া ভোল মাছ দুটি ধরা পড়ে। ভালো দামে বিক্রি করতে পেরে খুশি ওই জেলে।

জেলে লক্ষ্মী মিয়া বলেন, গত এক সপ্তাহ আগে তারা ইলিশ মাছ শিকারে যান। জালে অন্যান্য মাছের সাথে এ মাছ দু'টি উঠে। প্রথমে ভেবেছিলেন কোরাল মাছ, পরে দেখেন দু’টিই পোয়া ভোল।

মাছ ব্যবসায়ী সজীব হোসেন বলেন, এ মাছ সচরাচর পাওয়া যায় না। ডাকে ৬ হাজার টাকা কেজি দরে কিনেছি। মাছ দুটি ঢাকায় পাঠানো হবে। 

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ ইউএসএআইডি ইকোফিস-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এ মাছকে  সামুদ্রিক স্বর্ণ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রোটোনিবিয়া ডায়াকান্থাস। ইংরেজি নাম ব্ল্যাকস্পটেড ক্রোকার। এই মাছ সর্বোচ্চ ১.৫ মিটার লম্বা ও ওজনে ৪৫ কেজি পর্যন্ত হতে পারে। এগুলো মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পাওয়া যায়। এ ছাড়াও মাছটি বাংলাদেশ উপকূলের সেন্টমার্টিন চ্যানেলে বেশি পাওয়া যায়। এই মাছ সাধারণত ইউরোপের দেশ সমূহসহ হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। এ মাছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়, যা দিয়ে ওষুধ তৈরি করা হয়। তবে এ প্রজাতির মাছ খুব সুস্বাদু হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরের উপকূলে এ প্রজাতির মাছ পাওয়া যায় না। এরা গভীর সাগরের মাছ। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর