শিরোনাম
১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:২৬

অসাধু ব্যবসায়ীদের পক্ষ নিতেই দ্রব্যমূল্য নিয়ে সরকারকে দোষ দিচ্ছে বিএনপি : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

অসাধু ব্যবসায়ীদের পক্ষ নিতেই দ্রব্যমূল্য নিয়ে সরকারকে দোষ দিচ্ছে বিএনপি : হানিফ

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, আমরা যতো ভালো কাজই করি না কেন, বিএনপির চোখে সব খারাপই হবে। যেকোনো বিষয় হলে তা সরকারের দায়ভার হিসেবে জড়ানোর চেষ্টা করবে। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি হয়, তা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বিএনপির সরকারকে পেঁচিয়ে কথা বলার কারণ হচ্ছে এসব অসাধু ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজে একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, প্রফেসর ডা. মুসতানজিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ অন্যান্যরা।

এসময় হানিফ বলেন, বিএনপি সম্প্রতি যেসব কর্মকাণ্ড করেছে, তার দায়ভার দলের সিনিয়র নেতাদের নিতে হবে। কারণ তাদের নির্দেশ ছাড়া তো কর্মীরা এই কাজ করতে পারে না।

তিনি বলেন, বিএনপি এখন নেতৃত্ব সংকটে রয়েছে এবং ভুল রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাজনীতির মধ্যে সন্ত্রাস-হত্যা, নাশকতার মতো কর্মকাণ্ড রাজনীতির অংশ হিসেবে বিবেচিত হয় না। এগুলো জঙ্গি সংগঠনের কর্মকাণ্ড।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর