২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:১৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোম্যান্সল্যান্ডে এক হল দু'দেশের মানুষ

বেনাপোল প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোম্যান্সল্যান্ডে এক হল  দু'দেশের মানুষ

বেনাপোলের নোম্যান্সল্যান্ডে ভারত ও বাংলাদেশ এবার স্বল্প পরিসরে অমর একুশের অনুষ্ঠান পালন করেছে। অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

বাংলাদেশের পক্ষে সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী  এসময় উপস্থিত ছিলেন। 

আজ বুধবার বেলা ১১টায় বেনাপোলে এসে পৌঁছান ভারতের উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক (এমএলএ) শ্রী নারায়ন গোস্বামীর নেতৃত্বে অর্ধশতাধিক বাংলা ভাষাভাষী মানুষ। স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান। পরে তারা শূন্যরেখায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়।

বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী বলেন, একুশের গৌরবের উত্তরাধিকারী পৃথিবীর সব বাঙালি। এর ব্যাপ্তি শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়,অনেক বিস্তৃত। ভাষার টানে বাঙালি জাতির নাড়ীর টানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে এখানে এসেছি।
 
উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা  নয়ন রাজবংশী, সিনিয়র সহকারী কমিশনার ফারজানা ইসলাম, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিররুজ্জামান,শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান,  কৃষি কর্মকর্তা দীপক কুমার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম,  যুবলীগের সভাপতি ওহেদুজ্জামান, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি,  খায়রুজ্জামান মধু,  হাসান জহির, নুরুজ্জামান লিটন  আবু তাহের ভারত প্রমুখ স্ব স্ব সংগঠনের পক্ষে পুষ্পার্ঘ নিবেদন করেন।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর