২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:০৪

কলাপাড়ায় ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে পাঁচ গ্রামের মানুষ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে পাঁচ গ্রামের মানুষ

কলাপাড়ায় একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে আছে

পটুয়াখালীর কলাপাড়ায় ভেঙে পড়েছে একটি আয়রন ব্রিজ। এটি উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের বড়হরপাড়া খালের ওপর নির্মিত। স্থানীয়দের কাছে সাধুর ব্রিজ নামে পরিচিতি। ৮০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ ব্রিজটি বর্তমানে সম্পূর্ণ অংশ ভেঙে খালে পড়ে রয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় এ ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় কেউ হতাহত না হলেও আচমকা বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

জানা গেছে, ২০০৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ আয়রন ব্রিজটি নির্মাণ করে। তিন বছর আগে এটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ। রবিবার দুপুরে একটি মালবাহী ট্রাক পারাপারের সময় আয়রন ব্রিজটি ভেঙে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

স্থানীয়রা জানান, এই ভাঙা ব্রিজের উপর দিয়ে তারা আসা-যাওয়া করতো। তবে ব্রিজটি সম্পূর্ণ ভাঙার কারণে এখন যাতায়াতে অনেক সমস্যা হবে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের। আর চরম ভোগান্তিতে পড়বেন অসুস্থ রোগীরা।

এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান সাংবাদিকদের জানান, ব্রিজটি অপসারণ করে ওই খালের উপর একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর