২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:৩৫

লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

গাইবান্ধা প্রতিনিধি

লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী বাজার এলাকায় লোকালয়ে ছুটে বেড়াচ্ছে একটি হনুমান। সকাল থেকে বড় আকারের এই হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো বাড়ির ছাদে ছুটোছুটি করছে এটি।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পুরাতন বাদিয়াখালী বাজারে এলাকাবাসীর নজরে আসে হনুমানটি। ওই এলাকার মুসকান ডায়াগনস্টিক সেন্টারের ছাদে ও গাছে অবস্থান করছে বিরল প্রজাতির এ হনুমানটি।

এদিকে, বন্যপ্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-নারীসহ নানা বয়সী মানুষ। এটি কখনো ঘরের চালে, কখনো বা গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে।

গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল বলেন, গত তিনদিন আগে থেকে জেলার বিভিন্ন এলাকায় হনুমানটি দেখা গেছে। হনুমানটি খাবারের সন্ধানে এদিক ওদিক ছুটোছুটি করতে গিয়ে দলছুট হয়ে লোকালয়ে এসেছে। কেউ তাকে বিরক্ত না করলে আপনা-আপনি তার স্থানে ফিরে যাবে। তবে বন্যপ্রাণীটি থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন তিনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর