২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৩৭

ভাঙ্গায় অমর একুশে বইমেলা ঘুড়ি উৎসব উদ্বোধন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় অমর একুশে বইমেলা ঘুড়ি উৎসব উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বই মেলা ও প্রথমবারের মতো ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ভাঙ্গা পৌর শহরের  ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বই মেলা ও ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, হাবিবুর রহমান, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু ফয়েজ মো. রেজা, ভাঙ্গা উপজেলার সাবেক নির্বাহী অফিসার  আজিম উদ্দিন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালালউদ্দীন প্রমুখ। 

বইমেলা বৃহস্পতিবার শুরু হয়ে আগামী রবিবার পর্যন্ত  চলবে। মেলায় ২০টি বইয়ের স্টল বসেছে। মেলা ও ঘুড়ি উৎসব উপলক্ষ্যে ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনতার উপচে ভরা ভিড় দেখা গেছে। 

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা জানান, প্রতিদিন বিকাল ৩ টায় বইমেলা শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়াও  মেলায় থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। তিনি ভাঙ্গাবাসীকে মেলা ঘুরে দেখার আমন্ত্রণ জানান এবং বই কেনার আহ্বান জানান।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর