অগ্নিঝরা মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে মঙ্গলবার বাউবির গাজীপুরস্থ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের সূচনা’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো অধ্যাপক ড. মমতাজ উদ্দিন পাটোয়ারী।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।এ সময় আরো উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশসন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামসহ বাউবির বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ