৭ মার্চ, ২০২৪ ১৫:০৬

পেট্রোল পাম্পে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৩

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

পেট্রোল পাম্পে বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৩

ভাঙ্গায় পেট্রোল পাম্পে বাসের ধাক্কায় বাসের হেলপার মো. ফেরদাউস হাওলাদার (২৮) নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

এ ঘটনায় বাসের কনট্রাক্টর প্রভাষ বৈদ্যসহ(৪২) বাসের কমপক্ষে ১৩ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা পোনে ১১টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি গ্রামের সিসিবিএল পেট্রোল পাম্পের সামনে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম পরিবহন নামক যাত্রীবাহী একটি বাস ( ঢাকা মেট্রো -ব-১৫৮৯১৬) ভাঙ্গার সুয়াদি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের সিসিবিএল পেট্রোল পাম্পে গিয়ে ধাক্কা খায়। এ সময় বাসের সামনের অংশে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায়  বাসের হেলপারকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাসের কনট্রাক্টরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর