৮ মার্চ, ২০২৪ ১৬:২৬

মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ ও ‌‘বাল্য বিয়েকে না বলি, নারী নির্যাতন বন্ধ করি’ এই স্লোগানে মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। 

আজ শুক্রবার বেলা  ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব-এর সহধর্মিণী ফরিদা ইয়াসমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন, পুলিশ সুপার মোঃ আসলাম খান, সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুরুল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর