১০ মার্চ, ২০২৪ ১৭:৪৮

বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পণ উদযাপান করা হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পণ উৎসব পালিত হয়। দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মুজিব শতবর্ষ হলে বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। 

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আহসানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোর্শারফ হুসাইন, এ আর খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই খান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি তালুকদার আব্দুল বাকী, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মো. আলী আকবর টুটুল, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী বাবু। এসময়ে জেলা সদরে কর্মরত গণমাধ্যমের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ প্রতিদিনের বিভিন্ন সুহৃদবৃন্দ উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, সাদাকে সাদা, কালোকে কালো বলার কারণেই সারাদেশে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে বাংলাদেশ প্রতিদিন। বসুন্ধরা গ্রুপের এই পত্রিকাটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করায় দীর্ঘ ১৪ বছর ধরে দেশে প্রচার সংখ্যার শীর্ষে রয়েছে। 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পণ উৎসবের কেক কাটেন। এরআগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর