১১ মার্চ, ২০২৪ ১৬:০৮

গাইবান্ধায় গ্রাম পুলিশের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় গ্রাম পুলিশের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

গাইবান্ধা সদর উপজেলায় গ্রাম পুলিশের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্সের (২য় পর্যায়) উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে পাঁচ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকারের উপপরিচালক মো. শরিফুল ইসলাম। প্রশিক্ষণে সদর উপজেলায় কর্মরত ৪৯ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।

উদ্বোধন অনুষ্ঠানে গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচনে গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকনে। তেমনি যে কোন দুর্যোগেও গ্রাম পুলিশ ঝুঁকি নিয়ে তাঁদের দায়িত্ব পালন করে আসছে। তিনি গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, পোশাক, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করেন। জেলাপ্রশাসক মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশদের কার্যকর ভূমিকা পালনে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর