১৬ মার্চ, ২০২৪ ০১:৩৪

বগুড়ায় সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ি সরকারি হাটের জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। 

এই বিষয়ে ওই হাটের নতুন ইজারাদার রফিকুল ইসলাম তিনজনের বিরুদ্ধে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, প্রতিবছর বাংলা সনের পহেলা বৈশাখ থেকে সরকারিভাবে পেঁচিবাড়ি হাটটি ইজারা দেওয়া হয়। ১৪৩০ সনে হাটটি ইজারা নেন পেঁচিবাড়ি গ্রামের রফিকুল ইসলাম। 

তিনি অভিযোগ করে বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে হাটটি বুঝে নিবো। কিন্তু এর আগেই সরকারি এই হাটের জায়গা দখল করে তিনটি পাকা স্থায়ী দোকানঘর নির্মাণ করছেন প্রভাবশালীরা । এ কারণে হাটের জায়গা সংকুলান হওয়ায় ব্যবসায়ীরা রাস্তার পাশে বসছেন। তাই হাটের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান বলেন, হাটের জায়গায় দোকাঘর নির্মাণের অভিযোগটি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর