২৩ মার্চ, ২০২৪ ০৯:৩৬

ভৈরবে বলগেটের ধাক্কায় ভ্রমণতরী ডুবে নিখোঁজ ৮, নারীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

ভৈরবে বলগেটের ধাক্কায় ভ্রমণতরী ডুবে নিখোঁজ ৮, নারীর লাশ উদ্ধার

নিখোঁজ ব্যক্তিদের স্বজনের আহাজারি। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুভর্তি বলগেটের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার (ভ্রমণতরী) ডুবে গেছে। দুর্ঘটনার পর অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। এখনো ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল, তার স্ত্রী ও দুই সন্তানসহ আটজন নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে দুর্ঘটনাটি ঘটে।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ যাত্রীরা হলেন ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল মো. সোহেল রানা (৩০), তার স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭), ছেলে রাইসুল ইসলাম (৫), ভৈরবের আমলাপাড়া এলাকার আরাদ্ধা দে (১১), কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার বেনন দে (৫৫), নরসিংদী জেলার বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকার আনিকা আক্তার (১৯) ও অজ্ঞাত এক নারী (৩৫)।

দুর্ঘটনার পর অজ্ঞাত এক নারী (৪০) লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকালে পুলিশের কনস্টেবল ও তার পরিবারের সদস্যসহ ২০ জন ভ্রমণতরীতে উঠে মেঘনা নদীতে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে একটি বালুবাহী বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ভ্রমণতরীটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবিত ১২ জন এবং অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেন। এখনো আটজন নিখোঁজ রয়েছেন। রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। আজ শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরিদল গিয়ে পুনরায় উদ্ধার কাজ শুরু করবে বলে তিনি জানান। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর