২৬ মার্চ, ২০২৪ ১৫:৪৭

বোয়ালমারীতে স্বাধীনতা দিবস উদযাপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে স্বাধীনতা দিবস উদযাপন

ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮.১৫ ঘটিকায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, পৌর মেয়র সেলিমুজামান মিয়া লিপন, অফিসার ইনচার্জ বোয়ালমারী থানা মোঃ শহিদুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, বোয়ালমারী  প্রেসক্লাব, বোয়ালমারী পৌরসভা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি ও পেশার সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে।

সকাল সাড়ে ৯টায় বোয়ালমারী  স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, বেলুন সহ ফেসটুন উড্ডায়ন করা, কুচকাওয়াজ, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করা হয়। উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান এবং অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। সালাম শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। এ ছাড়া দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে বিকাল ৪ টায় বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে  বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনাসভা, ইফতার মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোকসজ্জা।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর