২৭ মার্চ, ২০২৪ ১৯:৫৯

জামালপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি

জামালপুরে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (২৭ মার্চ) বিকেলে জামালপুর ৩৫-ব্যাটালিয়ন বিজিবির প্রশিক্ষণ মাঠে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচিতে ৩৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার জন্য দিনরাত নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে থাকে। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি বিভিন্ন দুর্যোগে বা দুঃসময়ে আর্ত মানবতার সেবায় অসহায়, দুস্থ, দরিদ্রদের জন্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ৩৫-বিজিবি অসহায়, দরিদ্রদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে। 

কর্মসূচিতে ৩৫-বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিন শতাধিক অসহায় দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর