২৭ মার্চ, ২০২৪ ২০:১১

ফুলপুরে প্রশাসনের কড়া নজরদারিতে টিসিবির পণ্য বিক্রি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে প্রশাসনের কড়া নজরদারিতে টিসিবির পণ্য বিক্রি

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের কড়া নজরদারিতে বিক্রি হচ্ছে টিসিবিরপণ্য। সম্প্রতি টিসিবির বিভিন্ন পণ্যের সাথে পচা চাল বিক্রির ঘটনায় কঠোর হয় উপজেলা প্রশাসন। 

বুধবার (২৭ মার্চ) সকালে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম পয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির সময় জটলা পেরিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হন এবং কার্ডধারী ও টিসিবি  ডিলারদের সাথে পৃথক পৃথকভাবে কথা বলেন। 

এসময় পণ্যের গুণগত মান ও ওজন পরীক্ষা করেন। কোনও ত্রুটি না পেলেও ডিলারদের কড়া হুঁশিয়ারি ও দিকনির্দেশনা দিয়ে ইমাদপুর বাসস্ট্যান্ড কেন্দ্রে চলে যান তিনি। সেখানেও একইভাবে পণ্যের মান ও ওজন যাচাই করে নিজ হাতে কয়েক ক্রেতার হাতে পণ্য তুলে দেন। 

উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করে ইউএনও জানতে চান কোন সমস্যা আছে কি না। সমস্যা হলে সরাসরি ইউএনওকে অবগত করার জন্য আহ্বান জানান তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, পয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মফিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর