২৭ মার্চ, ২০২৪ ২০:৫৬

বিশ্ব নাট্য দিবসে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবি

পঞ্চগড় প্রতিনিধি

বিশ্ব নাট্য দিবসে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবি

ছব-- বাংলাদেশ প্রতিদিন।

পঞ্চগড়ে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। বুধবার (২৭ মার্চ) বিকেলে জেলা শহরের নাটকপাড়ায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে নাট্য সংগঠন ভূমিজ। 

আলোচনা সভায় উদীচী শিল্পী গোষ্ঠী পঞ্চগড়ের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, দিশারী নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সভাপতি এ কে এম আনোয়ারুল খায়ের, সহসভাপতি কাজী মোকছেদ, ভূমিজের পরিচালক সরকার হায়দারসহ সংস্কৃতি কর্মীরা বক্তব্য রাখেন। 

সভায় নরয়ের নোবেল বিজয়ী নাট্যকার ইয়োন ফস প্রদত্ত বিশ্ব নাট্যদিবসের বানী পাঠ করেন নাট্যকর্মী মোস্তাক আহমেদ। এসময় বক্তারা যুগে যুগে গণতান্ত্রিক আন্দোলনে নাট্যশিল্পের ভূমিকা তুলে ধরেন। একই সাথে পঞ্চগড়ে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর