৩১ মার্চ, ২০২৪ ১৭:১৮

শেরপুরে মানুষের কাটা পা উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে মানুষের কাটা পা উদ্ধার

শেরপুরে রাস্তার পাশের ভুট্টা ক্ষেত থেকে মানুষের অর্ধগলিত দু'টি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। আজ ৩১ মার্চ রবিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামাশেরিরচর এলাকায় শেরপুর-জামালপুর সড়কের পাশের ভুট্টা ক্ষেত থেকে হাটুর নিচের অংশের কাটা পা দু'টি উদ্ধার করা হয়। দেহ থেকে বিচ্ছিন্ন ওই পা দু'টি কোন মানুষের বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ। 

জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নামাশেরিরচর এলাকার রাস্তার পাশের একটি ভুট্টার ক্ষেতের ভিন্ন দু'টি স্থান থেকে কাটা দু'টি পা পুলিশ উদ্ধার করেছে। কাটা পায়ের পাশে প্লাস্টিকের দু’টি বস্তা পাওয়া গেছে। কাটা পা দু'টি কার, কোথা থেকে আসলো বিস্তারিত পুলিশ তদন্ত করছে। দেহের বাকি অংশ পুলিশ খোঁজছে। পা দু'টি পুরুষ নাকি মহিলার সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, কয়েকদিন আগে কাটা পা দু’টি বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রাখা হতে পারে। বিচ্ছিন্ন পা দু’টিতে পচন ধরেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগমসহ পুলিশ কর্তরা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ওই ঘটনায় ডিবি ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছে।

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর