- হোম
- দেশগ্রাম
- নড়াইলে ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা...
অনলাইন ভার্সন
নড়াইলে ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ক্লিনিকে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ক্লিনিক সাময়িক বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কালিয়া পৌর শহরে অবস্থিত খাদিজা ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা, নড়াইলের সিভিল সার্জন ডা.সাজেদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আব্দুর রশীদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পৌরশহরের খাদিজা ক্লিনিক ও সিকদার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা খাদিজা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা ও সাময়িক ক্লিনিকটি বন্ধ করে দেন।
সিভিল সাজন বলেন, ক্লিনিকের মালিক খাদিজা বেগম স্বাস্থ্য বিভাগের সকল শর্ত বা আইন মেনে চলার অঙ্গীকার করলে তার ক্লিনিকটি খুলে দেয়ার ব্যাপারে আন্তরিক হবে। ওই ক্লিনিকের ৫ সিজার রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম