২ এপ্রিল, ২০২৪ ১৬:৪৯

নোয়াখালীতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মৌসুমী উফশী আউশ বৃদ্ধির লক্ষ্যে ৬০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজসহ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশরেফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, সদর উপজেলার প্রকৌশলী আবুল মনছুর আহম্মদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মানষ মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ২০২৩-২৪ অর্থ বছরে সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর