৪ এপ্রিল, ২০২৪ ১৬:২১

খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে রিজিয়ন কমান্ডারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মতবিনিময় সভা

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রিজিয়নের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী অপারেশনের উত্তরণের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত। আমাদের একমাত্র কাজ সন্ত্রাস দমন ও সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য জেলায় উন্নয়নের সহযোগী ভূমিকা পালন করা।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সাথে মিডিয়ার সম্পর্ক খুবই নিবিড়। সেনাবাহিনীর সকল কাজ মিডিয়ার মাধ্যমেই আমজনতার কাছে পৌঁছায়। খাগড়াছড়ি রিজিয়নের সাথেও মিডিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রিগেড মেজর মো. শাহাদাত রহমান। সভা শেষে জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর