৫ এপ্রিল, ২০২৪ ১৮:১১

রংপুরে জুমাতুল বিদায়ে মসজিদে মসজিদে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক রংপুর

রংপুরে জুমাতুল বিদায়ে মসজিদে 
মসজিদে উপচে পড়া ভিড়

রংপুরে পবিত্র জুমাতুল বিদায় উপলক্ষ্যে মসজিদে মসজিদে উপচে পড়া মুসল্লিদের ভিড় ছিল। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে মুসলিম উম্মাহার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় অনেক মুসল্লিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

রংপুর নগরীসহ আশপাশের উপজেলাগুলোর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করেন ইমাম খতিবসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। 

রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদ, শালবন জালালিয়া জামে মসজিদ, কামাল কাছনা কড় জামে মসজিদসহ জেলার সব মসজিদের চিত্র ছিল একই রকম। ৎ

নামাজ শেষে মুসল্লিরা জানান, রমজান মাসজুড়ে রোজা রাখা আর ইবাদত-বন্দেগির অংশ হিসেবে এদিন নাজাত প্রার্থনা করেছেন সবাই ।

এদিকে রংপুর মহানগরীর প্রধান প্রধান মসজিদে ছিল না তিল ধারণের ঠাঁই। বিভিন্ন পর্যায়ের মানুষ ছুটে আসেন রমজানের শেষ জুমায় শরিক হতে। নগরের মসজিদগুলোতে  মানুষের স্বতঃস্ফূর্ত ও ধর্মীয় আবেগ ভরা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আল্লাহর রহমত বরকত নাজাত প্রত্যাশী বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল অন্যান্য জুম্মার দিনের তুলনায় কয়েকগুণ বেশি। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর