শিরোনাম
৬ এপ্রিল, ২০২৪ ১৯:৫৫

পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

পাবনা প্রতিনিধি

পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

প্রতীকী ছবি

পাবনায় কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শনিবার (৬ এপ্রিল) ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে পাবনা। তীব্র এ তাপপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষের ভোগান্তি বেশি বেড়েছে। হাসপাতালে বাড়তে শুরু করেছে গরমজনিত রোগীর সংখ্যা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, শনিবার পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। এর আগে গত সোমবার (১ এপ্রিল) পাবনায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যেটি এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো। এরপর আজ সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

গত বছর একবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিলো। তীব্র তাপদাহে পিচঢালা সড়ক গলে যাওয়া ও সবুজ ফসল রোদে পুড়ে যাওয়ার ঘটনাও ঘটেছিলো। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর