৭ এপ্রিল, ২০২৪ ১৫:৩২

রাজশাহী পাটকল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী পাটকল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

রাজশাহী পাটকল পুনরায় রাষ্ট্রীয়ভাবে উৎপাদন ও চালুর দাবিতে কাটাখালী বাজারে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। আজ রবিবার সকাল ১০টার দিকে পাটকলের প্রধান গেটের কাছ থেকে জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ বের হয়ে কাটাখালী বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, রাজশাহীতে তেমনভাবে কোনও বড় প্রতিষ্ঠান নেই, যেখানে অনেক মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করবে। এই জুটমিলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। মিল বন্ধ থাকায় তারা স্ত্রী- সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমরা অতি দ্রুত মিল রাষ্ট্রীয়ভাবে এটি চালুর দাবি জানাচ্ছি।
 
রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, প্রায় তিনবছর থেকে মিল বন্ধ আছে। এই মিল ব্যক্তিমালিকানায় দিলে তারা চালাতে ব্যর্থ হন। তাই আমরা রাষ্ট্রীয়ভাবে উৎপাদন ও চালুর দাবি জানাচ্ছি। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে ঈদের পরে দেশের আরও ২৫টি পাটকলের শ্রমিকদের সঙ্গে কথা বলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
 
এসময় উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান মুস্তাক, শফিকুল ইসলাম, মাসুদ রানা, আমিন আলি, আবদুল লতিফসহ কয়েকশত শ্রমিক।
 
 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর