৭ এপ্রিল, ২০২৪ ১৭:৩৪

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোগান্তি নেই, চাপ পড়েছে লঞ্চে

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোগান্তি নেই, চাপ পড়েছে লঞ্চে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একুশটি জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট। তবে এবার ভোগান্তি ছাড়াই ঈদে ঘরে ফিরছেন যাত্রীরা।

ঢাকা-আরিচা মহাসড়কেও কোন ধরনের সমস্যা নেই। ফেরিও নির্বিঘ্নে চলাচল করছে। তবে লঞ্চে যাত্রীদের কিছুটা চাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২২টি লঞ্চ ও পনরটি ফেরি চলাচল করছে। আরিচা-কাজিরহাট নৌরুটে ১২টি লঞ্চ ও পাঁচটি ফেরি চলাচল করছে। 

ফরিদপুরগামী প্রাইভেটকারের চালক মিজান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার আগে এই রুটে প্রচুর যানবাহন চলাচল করত। এখন গাড়ির সংখ্যা অনেক কমে গেছে, তাই চলাচল প্রায় স্বাভাবিক। তিনি আরও বলেন, মহাসড়কেও কোন সমস্যা নেই, ঘাট একেবারেই ফাঁকা। 

সরেজমিনে দেখা যায় ঘাটে কোন যানবাহন অপেক্ষায় নেই। ঢাকা-আরিচা মহাসড়কও ফাঁকা। তবে এখনও মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ব্রিজের কাছে সংস্কার কাজ চলছে। এ অল্প রাস্তার জন্য ভোগান্তি হওয়ার সম্ভবনা রয়েছে।   

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আগের মতো যানবাহনের চাপ নেই। ঈদের সময় যানবাহনের চাপ কিছুটা বাড়লেও ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় কোনো ভোগান্তি হবে না। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট, মাঝারি ও বড় মিলে মোট পনেরটি ফেরি সচল রয়েছে। 

পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বারোবাড়িয়া হতে পাটুরিয়া-আরিচা ঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পুলিশ সদস্য কাজ করছেন। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর