১১ এপ্রিল, ২০২৪ ১৪:৫০

মেহেরপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার মেহেরপুর জেলার প্রতিটি গ্রামে সকাল ৬টা ৩০ মিনিট থেকে থেকে ১০টা পর্যন্ত ঈদুল ফিতরের পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজ আদায় করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক শামীম হাসান, পৌরমেয়র মাহফুজুর রহমান রিটনসহ ধর্মপ্রাণ মুসলমানরা।

দ্বিতীয় প্রধান জামাত সকাল ৮টা ১৫ মিনিটে পুরাতন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক হাজার নারী ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ জাতির শান্তি কামনা ও ফিলিস্তিনি মুসলিমদের জন্য দু'হাত তুলে মোনাজাত করা হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর