১২ এপ্রিল, ২০২৪ ১২:৩৭

খাগড়াছড়িতে নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় নদী-হ্রদে ফুল ভাসিয়ে গঙ্গা দেবী'কে পূজার মধ্যদিয়ে ‘ফুল বিজু’ উদযাপন শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হয় চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩ দিনের বিজু উৎসব।

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই, ম্রোদের চানক্রান, খিয়াংদের সাংগ্রান, খুমিদের সাংক্রাই, চাকমাদের বিজু ও তঞ্চঙ্গ্যাদের বিষুর আদ্যাক্ষর নিয়ে দাঁড়িয়েছে 'বৈসাবি'। তাই অনেকে এই উৎসবকে সম্মিলিতভাবে 'বৈসাবি' বলে থাকেন।

নদীতে গঙ্গা দেবীকে পূজা করতে আসা রুনা চাকমা ও তুশি চাকমা জানান, আজ ভোরে তারা ফুল সংগ্রহ করে এবং সম্মিলিত হয়ে সকালে চাকমা ছেলে-মেয়েরা নদী-হ্রদে ফুল দিয়ে মা গঙ্গা 'কে পূজা করে। পুরনো বছরকে বিদায় দিয়ে ও নতুন বছরকে স্বাগত জানায়। সে সময় তারা সবার মঙ্গল কামনায় প্রার্থনা করে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর