১৪ এপ্রিল, ২০২৪ ২০:১৫

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী

শেরপুর প্রতিনিধি

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী

‘ঘরের মেয়েরা ঘরে ফিরবে’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য ছানুয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুলনা জেলার সন্ত্রাস দমন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার, জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, সাবেক প্রধান শিক্ষক জীবন কৃষ্ণবসু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান, সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আরা, সাংস্কৃতিক সংগঠক শ্যামলী মালাকার প্রমুখ।

শনিবার মধ্যরাত পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা ও নতুন শিক্ষার্থীরা নাচে-গানে স্কুল ক্যাম্পাস মাতিয়ে রাখেন। এদিন সকাল থেকেই নানা সাজে শিক্ষার্থীরা স্কুল মাঠে জমায়েত হয়। শিক্ষার্থীরা বিশাল র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে। দীর্ঘদিন পরে পুরাতন বান্ধবীদের পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। স্বামী সংসারের গল্প আর মোবাইলে ছবি তোলা নিয়ে তারা ব্যস্ত ছিল সারাক্ষণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছানুয়ার হোসেন বলেন, স্কুলটি শেরপুর জেলাবাসীর একটি আবেগের জায়গা। দেশের বিভিন্ন প্রান্তে এই স্কুলের শিক্ষার্থীরা আলো ছড়াচ্ছে। পরীক্ষায় স্কুলের ফলাফলে জেলার শীর্ষে রয়েছে। এই বিদ্যালয়ে ছয়তলা একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। দূরের শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান ও ভর্তি আসন বাড়াতে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিখ্যাত ব্যান্ডদল ‘জলের গানের’ শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক এটি উপভোগ করেন।

উল্লেখ্য, ১৯৪৯ সালে শেরপুর শহরের মাধবপুর এলাকায় ‘কায়েদে আযম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পর এই বিদ্যালয়টির নাম দেওয়া হয় শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৮১ সালে এটি জাতীয়করণ করা হয়। তখন এটির নাম দেওয়া হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বর্তমানে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর