চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সালিশ বৈঠকে সুরুজ আলী প্রধানকে (৬৪) কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে। হত্যার শিকার সুরুজ প্রধান মাইজকান্দি গ্রামের বাসিন্দা এবং ফরাজিকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার।
পুলিশ জানায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধানের বাড়ি সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ বৈঠক বসে। এসময় একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেনকে (৩১) সাবেক মেম্বার সুরুজ আলী থাপ্পড় দিলে কবির পাল্টা কিলঘুষি শুরু করে। এতে মেম্বার সুরুজ আলী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ওসি শহীদ হোসেন চৌধুরী বলেন, ঘটনাটির তদন্ত চলমান। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম