১৭ এপ্রিল, ২০২৪ ২০:৫১

জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রথমবারের মতো দিবারাত্রি জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লিগ আরবিপিএল (সিজন ৭ ) এর  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ও অংশগ্রহণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাজলা প্রিডাটরস ১৪ একাদশ বনাম বাজলা রেঞ্জার্স ১৭ একাদশ। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এ সময় অন্যদের মধ্যে  জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বাবর, রামদেও বাজলা প্রিমিয়ার লীগের  পরিচালক সাফায়েত রাব্বী সুব্বা, মোস্তাহাসান বাবু, বোরহান উল ইসলাম আকন্দ, এ এইচ রানা, ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।

এবার আরবিপিএল সপ্তম আসরে ১৮টি দল অংশগ্রহণ করে। টসে জিতে বাজলা রেঞ্জার্স ১৭ একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৭ রান করে। জবাবে বাজলা প্রিডাটরস ১৪ একাদশ  ১৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২০ রান করে। বাজলা রেঞ্জার্স ১৭ একাদশ ৬৭ রানে জয়লাভ করে। 

বাজলা রেঞ্জার্স ১৭ একাদশের বকতিয়ার গালিব সাওম ৩৮ বলে ৬৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত  হন। বাজলা প্রিডাটরস একাদশের তৌহিদুল ইসলাম আকাশ ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক আর খারাপ চিন্তা থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যুবকদের মেধাবিকাশে ভূমিকা রাখে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর