শিরোনাম
১৯ এপ্রিল, ২০২৪ ২০:৩৬

শ্যালককে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

নাটোর প্রতিনিধি

শ্যালককে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের

আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে যান জুনাইদ আহমেদ পলক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ফোন করে রুবেলকে এই নির্দেশ দেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

সরকারি সফর শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই আজ সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে যান। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন নাটোর সিংড়া উপজেলার অপহৃত ও নির্যাতনের শিকার চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন। তাকে শুক্রবার সকালে রামেক হাসপাতালে দেখতে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় তার চিকিৎসার খোঁজখবর নেন ও পরিবারের লোকজনের সাথে কথা বলে হামলায় জড়িতদের বিচারের আশ্বাস দেন তিনি।

প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসকে নির্দেশ দেন সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য।

জান্নাতুল ফেরদৌস আরও জানান, আজ রাজশাহীতে দেলোয়ার হোসেন পাশাকে দেখতে এসে প্রতিমন্ত্রী মহোদয় আমাকে ডেকে পাঠান। সেখানে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নির্দেশনা প্রদান করেন। সেই মোতাবেক আগামীকাল বিকাল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। সেখান থেকে রুবেলকে তার প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হবে।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে লুৎফুল হাবিব রুবেল জানান, ‌মন্ত্রী মহোদয় তাকে এখনো ফোন করেননি। করলে তার নির্দেশ এবং দলীয় নির্দেশনা মেনে প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

তিনি আরো জানান ২০০২ সাল থেকেই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আমি তিনবার শোরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। উপজেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মী চেয়েছেন বলেই আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। আবার দল চাইলে আমি মনোনয়ন প্রত্যাহার করে নেব।

গত ১৫ এপ্রিল সোমবার বিকালে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে মারধরের পর একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। পরে সিংড়ার সাঐল গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে।

এ ঘটনায় তার বড় ভাই মজিবর রহমান বাদী হয়ে মামলা করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন। হামলার ঘটনার সাথে প্রতিমন্ত্রীর শ্যালক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবের নাম জড়িত থাকার বিষষটি গণমাধ্যমে উঠে আসার বিষয়ে ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‌‘চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ ও নির্যাতনের ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এখানে মন্ত্রীর আত্মীয়-স্বজন বলে কেউ ছাড় পাবে না।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর