পটুয়াখালীর গলাচিপায় মরিয়ম আক্তার (৭) নামের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। উপজেলার কালির চর গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো. মনির মোল্লার মেয়ে এবং পূর্ব কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, মরিয়মের চাচাতো দাদা শাহজামাল মোল্লার মিশুক গাড়িতে ঘরের সামনেই বিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ দিতেছিল। ধারণা করা হয় যে, মরিয়ম সবার চোখ ফাঁকি দিয়ে হয়তো চার্জের ব্যাটারির কাছে গিয়েছিল। এ সময় পুরুষরা জুমার নামাজে ও মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকায় মরিয়মকে কেউ দেখতে পায়নি। পরবর্তীতে ব্যাটারি চার্জের কাছে মরিয়ম মাটিতে পড়ে থাকায় বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, বিদ্যুৎপৃষ্টে নিহত শিশুর অভিভাবকরা থানায় এসেছিল। কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।