২০ এপ্রিল, ২০২৪ ১৬:৩০

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৪, দাবদাহে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৪, দাবদাহে কৃষকের মৃত্যু

জাকির হোসেন

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে চুয়াডাঙ্গায় দামুড়হুদায় ধানক্ষেতে সেচ দিতে গিয়ে অসুস্থ হয়ে জাকির হোসেন (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তীব্র দাবদাহে হিটস্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তবে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বলছে, হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়নি। 

নিহত জাকির হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

স্বজনরা জানান, শনিবার সকালে ধানক্ষেতে সেচ দিতে যান জাকির হোসেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা জানান, শনিবার স্বাস্থ্য কমপ্লেক্ষে এক রোগীকে আনা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, কৃষকের মৃত্যু বিষয়টি হিটস্ট্রোক কি না তা এখনও নিশ্চিত নয়। তিনি হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন বলে শুনেছি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর