২২ এপ্রিল, ২০২৪ ১৫:০৪

মেহেরপুরে তীব্র দাবদাহে দুর্বিষহ জনজীবন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে তীব্র দাবদাহে দুর্বিষহ জনজীবন

মেহরেপুরে গত কয়েকদিনের তীব্র দাবদাহে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। আজ সোমবার দুপুর ১টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। 

তবে কয়েকদিন তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিলো। আর এই এপ্রিলের শুরু থেকেই মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 
  
গতকাল রবিবার সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, মেহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। দাবদাহে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর