২৪ এপ্রিল, ২০২৪ ২২:০৯

বাগেরহাটে তাপপ্রবাহে জনজীবনে স্থবিরতা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে তাপপ্রবাহে জনজীবনে স্থবিরতা

বাগেরহাট জেলাজুড়ে বয়ে যাওয়া হিটওয়েভের মধ্যে বুধবার বিকাল ৩টায় মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩৮ শতাংশ। 

মোংলা আবহাওয়া অফিসের বলছে, গতকালের চেয়ে বাগেরহাটের তাপমাত্র ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত আটদিন ধরে বাগেরহাটে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র গরমে খেটে খাওয়া লোকজন বাড়ী থেকে বের না হওয়ায় শ্রমিক সংকটে অনেক মিল- কারখানার উৎপাদনও বন্ধ রয়েছে। হিটওয়েভের কারণে সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ গলে গেছে। সড়ক মহাসড়কে যানবাহন চলাচলও অনেক কমে গেছে। অতি-প্রয়োজন ছাড়া লোকজন ঘরবাড়ী থেকে বের হচ্ছে না। এই অবস্থায় ডায়রিয়া, পেটের পিড়া, জ্বর-কাশি আক্রান্তের সংখ্যা বাড়ছে।

মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহওয়াবিদ মো. হারুন অর রশিদ জানান, বুধবার বিকাল ৩টায় মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩৮ শতাংশ। গতকালের চেয়ে বাগেরহাটের তাপমাত্র ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃষ্টি না হলে বাগেরহাটের তাপমাত্র আরো বাড়তে পারে বলে জানান এই আবহওয়াবিদ।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর