২৯ এপ্রিল, ২০২৪ ১৯:১৮

খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

বিগত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে খুলনা আবহাওয়া অফিস। সোমবার দুপুর ৩টায় খুলনার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০২৩ সালের ১৬ এপ্রিল খুলনায় সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেরর্ড করা হয়। যা ছিল ২৩ বছরের মধ্যে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা।

খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, খুলনা বিভাগে মাঝারি তাপপ্রবাহ চলছে। সোমবার দুপুর ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্র্দ্রতা ছিল শতকরা ৩০ শতাংশ। এটি খুলনার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। তিনি বলেন, খুলনা অফিসে ২০০০ সাল থেকে তাপমাত্রা রেকর্ডের নথি রয়েছে। এর আগে অবশ্য এত তাপমাত্রা খুলনা জেলায় ছিল না। ফলে ৪১ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রাকে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর