শিরোনাম
৩০ এপ্রিল, ২০২৪ ২০:০০

বগুড়ায় দ্বিতীয় ধাপে তিন উপজেলার ৬ জনের মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় দ্বিতীয় ধাপে তিন উপজেলার ৬ জনের মনোনয়ন প্রত্যাহার

বগুড়ায় দ্বিতীয় ধাপে তিন উপজেলা পরিষদের নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে দুপচাঁয়িা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে একজন, আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার বিকালে জেলা সিনিয়র নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া কাহালু উপজেলায় কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। 

এর আগে তিন উপজেলায় মোট ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী রয়েছেন। যাচাই-বাছাই শেষে ৩৪ জন প্রার্থীই বৈধ হন।

আদমদিঘী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছিলেন। এরমধ্যে চেয়ারম্যান পদে দুইজন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন-আবু রেজা খান ও এরশাদুল হক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছমা বেগম মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। এ উপজেলা বর্তমান এমপি’র পিতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু নির্বাচনে অংশ নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। 

দুপচাঁচিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন তাদের মনোনয়ন দাখিল করেছিলেন। এরমধ্যে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন-মিজানুর রহমান খান ও এ এইচ এম নুরুল ইসলাম খান। ভাইস চেয়ারম্যান পদে তাজ উদ্দিন মন্ডল মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর