৩০ এপ্রিল, ২০২৪ ২০:৩৩

বাগাতিপাড়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির ১ প্রার্থীসহ ৫ প্রার্থী

নাটোর প্রতিনিধি

বাগাতিপাড়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির ১ প্রার্থীসহ ৫ প্রার্থী

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটোরের বাগাতিপাড়ায় কোনো পদের প্রার্থীই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। মঙ্গলবার বিকালে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান এ তথ্য জানান।

এর ফলে এই উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির একজনসহ ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক এবং মোছা. জান্নাতুল ফেরদৌস। ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সাবেক উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী ও সেলিম রেজা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে রয়েছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন এবং মিতা বেগম শিবলী। এসব প্রার্থীদের মধ্যে যাচাই-বাছাইয়ে বাতিল হলেও আপিলে প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছেন চেয়ারম্যান পদের আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হাদী এবং উচ্চ আদালত হতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন তার প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে প্রার্থী সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ হবে ২১ মে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর