৩০ এপ্রিল, ২০২৪ ২১:৪৯

নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালবনে আগুন

দিনাজপুর প্রতিনিধি

নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালবনে আগুন

দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে আগুনে পুড়ে গেছে ৪টি শাল গাছসহ কিছু বেতগাছ। মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকায় সৃজিত বেত ও শাল বাগানে এ আগুন লাগে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে উপজেলা ফায়ার সার্ভিস।

নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন জানান, জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ৪ গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়।

চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, বন বিভাগের ঘন শালবনের কিছু এলাকায় মাদক ও বখাটেদের উঠাবসা থাকায় তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়াও চলমান তাপদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনাও ঘটতে পারে। তবে আগুনে পোড়া শালগাছগুলোর তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর