২ মে, ২০২৪ ১২:৩৩

তীব্র তাপদাহে উলিপুরে দিনমজুরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

তীব্র তাপদাহে উলিপুরে দিনমজুরের মৃত্যু

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কুড়িগ্রামে তীব্র গরমের মধ্যেই জমিতে ধান কাটতে গিয়ে আবুল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (০১ মে) সকালে ওই দিনমজুরের মৃত্যু হয়। মৃত দিনমজুর সদরের মোগলবাসা ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে বুধবার রাতেই জেলা প্রশাসনের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম মৃত দিনমজুর পরিবারটির হাতে নগদ ২৫ হাজার টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।

মৃত আবুল হোসেনের স্ত্রী বলেন, আমরা গরিব মানুষ। আমার স্বামী কোন মতে কামলা দিয়া সংসার চালায়। ডিসি অফিস থেকে সাহায্য করার কারণে আমার ছেলেকে এই টাকা দিয়া ব্যবসা শুরু করিয়ে দিব।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম বলেন, দিনমজুরের মৃত্যুর খবরটি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টিগোচর হলে তার নির্দেশে পরিবারটিকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর